ঝিনাইদহে জামায়াতের মহিলা কর্মীদের উপর বিএনপির হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের মহিলা কর্মীদের উপর বিএনপির হামলার প্রতিবাদে ‘প্রতিবাদ সভা’ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

সোমবার (১০ মার্চ) বিকালে উপজেলার ভৈরবা বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আমীর ফারুক আহমেদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মতিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী ইসমাইল হোসেন পলাশ, সাবেক চেয়ারম্যান ফকির আহমেদ, লুৎফর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, কেউ আইন হাতে তুলে নেবেন না কিন্তু কেউ আঘাত হানলে তার জবাব দিতে হবে। গতকাল নারীদের গায়ে হাত তুলা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানায়।

কর্মীদের উদ্দেশ্য তারা বলেন, আপনারা সতর্ক থাকবেন তারা নিজেরা মারামারি করে আমাদের বিরুদ্ধে মামলা করতে পারে।

অধ্যাপক মতিয়ার রহমান বলেন, সত্যর পক্ষে আমরা সব সময কাজ করে যাবো, মহাশক্তি ধর আল্লাহ আমাদের সাথে আছেন। যারা হানাহানি করছে তাদেরকে একাজ থেকে বিরত থাকার আহবান জানাই।

Check Also

কালিগঞ্জে যুবককে গলা কেটে হত্যা চেষ্টার মূল আসামিসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরার কালিগঞ্জে সাইফুল ইসলাম ওরফে সামাদ (২০) নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।