সাতক্ষীরায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি সিন্ডিকেটের অন্যতম নেতা মনিরুল ইসলাম মনি ও তার সহযোগী গাজী ফরহাদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরা নিউ মার্কেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ক্লিনিক ও অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল,সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, সহ—সভাপতি শাহিনুর রহমান,প্রচার সম্পাদক নাজমুল ইসলাম,ট্রমা সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা কাজী নাজমুল আহসান জনি সহ আরো অনেকে। বক্তারা বলেন, মনি —ফরহাদ সিন্ডিকেট সাতক্ষীরার চাঁদাবাজির স্বর্গ রাজ্য গড়ে তুলেছে। সম্প্রতি সাতক্ষীরা ট্রমা সেন্টারে গিয়ে প্রতি মাসে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে ক্লিনিক চালাতে দেবে না মর্মে হুমকি ধামকি প্রদর্শন করে। এঘটনায় একটি মামলাও করা হয়েছে। বক্তারা অবিলম্বে ওই চাঁদাবাজ মনি ও গাজী ফরহাদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
