চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার

আজ (শনিবার) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে (বাংলাদেশ সময় ৯টা ১৪ মিনিট) দেশটির সুপ্রিম কোর্টের এ সংক্রান্ত কমিটির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে মক্কা ও মদিনার নিয়মিত আপডেট দেয়া ইনসাইড দ্য হারামাইন ফেসবুক পেজ।

ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে কাল রোববার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন শনিবার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে। চাঁদ দেখা যাওয়ায় এবার দেশটির মানুষ ২৯টি রোজা রাখলেন।

আজ (শনিবার) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে (বাংলাদেশ সময় ৯টা ১৪ মিনিট) দেশটির সুপ্রিম কোর্টের এ সংক্রান্ত কমিটির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে মক্কা ও মদিনার নিয়মিত আপডেট দেয়া ইনসাইড দ্য হারামাইন ফেসবুক পেজ।

মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম গাল্ফ নিউজ এবং খালিজ টাইমসও জানিয়েছে একই তথ্য।

এর আগে দেশটির জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল খুদাইরি জানিয়েছিলেন, সুদাইরের চাঁদ দেখা কেন্দ্রে আজ (শনিবার) সূর্যাস্ত ৬টা ১২ মিনিটে। এর ৮ মিনিট পরে চাঁদও অস্ত যাবে। চাঁদ দেখা যাওয়ার সময় কম বা বেশি যাই হোক, আকাশ পরিষ্কার থাকলে তা দেখা সম্ভব।

অন্যদিকে খালিজ টাইমস ও গাল্ফ নিউজ জানিয়েছে, বাংলাদেশে ঈদ হবে সোমবার।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসও জানিয়েছে, বাংলাদেশে সোমবারই ঈদুল ফিতর উদযাপিত হবে। সূত্র হিসেবে তারা এক্সে দেয়া ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনোমি সেন্টারের পোস্টকে ব্যবহার করেছে।

Check Also

আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী

আগামী রমজানের আগেই জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।