শ্যামনগরে মিনহা ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে চকবারা মিনহা ফাউন্ডেশন। শনিবার (২৯ মার্চ) উপজেলার প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুর ২টায় শুরু হওয়া এ অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনহা ফাউন্ডেশনের পরিচালক জি. এম. আঃ মান্নান, সভাপতি মোস্তফা হুমায়ন কবির সুজা, সেক্রেটারি শফিকুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনহা ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. আবুল কাশেম, সহ-সভাপতি মো. সিদ্দিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. আবু মুসা, হাফেজ মো. ইমদাদুল হোসেন, মো. আ. বারীক শেখ, মো. কামাল হোসেনসহ উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে মিনহা ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরেন। তারা জানান, মিনহা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলে সহীহ কুরআন শিক্ষা, হিফজখানা স্থাপন, শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ, দূর্যোগকালীন সহযোগিতা, সুপেয় পানির প্লান্ট স্থাপন, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এস. এম. মাহফুজুর রহমান, যিনি বর্তমানে লন্ডন প্রবাসী, তাঁর পক্ষ থেকে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকদের হাতে টুপি ও আতরের উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং উপকূলীয় অঞ্চলের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

Check Also

সাতক্ষীরায় পাঁচ মণ কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ব আম জব্দ

সাতক্ষীরা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এক অভিযান চালিয়ে ঢাকাগামী একটি পরিবহন থেকে কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।