সাতক্ষীরায় ৫ কেজি রূপার গহনাসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এক অভিযান চালিয়ে ৯ লাখ টাকা মূল্যের ভারতীয় রূপার গহনাসহ এক চোরাকারবারিকে আটক করেছে। শনিবার (২৯ মার্চ) বেলা পৌনে ১০টার দিকে কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক চোরাকারবারি নাম মো. মোশারফ হোসেন (৪০)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালি গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

ডিবি সূত্র জানায়, গোপণ সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি অভিযানিক দল শনিবার বেলা পৌনে ১০টার দিকে কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের জনৈক আজগর আলীর আমবাগানের পাশে পাকা রাস্তার উপর থেকে মোশারফ হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশী চালিয়ে ৫ কেজি ওজনের ভারতীয় রূপার বিভিন্ন ধরনের গহনা উদ্ধার করে। ভারত থেকে চোরাই পথে এসব রূপার গহনা বাংলাদেশে আনা হচ্ছিল।

সাতক্ষীরা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক মো, নিজামউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে কলারোয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Check Also

আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী

আগামী রমজানের আগেই জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।