আশাশুনিতে খোলপেটুয়া নদীর ভাঙনরোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,সাতক্ষীরা।। সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট খোলপেটুয়া নদীর ভাঙ্গন রোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) বেলা ১১টায় বিছট সরকারি প্রাথমিকবিদ্যালয়ের পাশে নদীর বেড়ীবাধ ভাঙ্গনের পাশ্ব রস্তার উপর স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পথে’র আয়োজনে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ নূরুন্নবীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় ৪ দফার দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুব বিল্লাহ,শিক্ষা বিষয়ক সম্পাদক রমজান আলী, উপদেষ্টা শাহাবুদ্দিন হোসেন,মোহাম্মদ বাকী বিল্লাহ, কবি ও সাহিত্যিক হেলাল উদ্দিন,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দেলোয়ার হোসাইন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন এখন আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম করতে হবে। আমাদের ঘর-বাড়ি,জমি,স্বপ্ন সবকিছুই আজ ধ্বংসের মুখে। এই নদী আমাদের প্রাণ। কিন্তু কিছু অসাধু মানুষ ইচ্ছাকৃতভাবে বেড়িবাঁধ ভাঙার সুযোগ সৃষ্টি করে,যাতে তারা ত্রাণের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারে। তারা আমাদের দুর্ভোগকে নিজেদের মুনাফার হাতিয়ারে পরিণত করেছে।বক্তারা বলেন,খোলপেটুয়া নদীতে জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে,ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে,বাজেটের সিটিজেন চার্টার দিতে হবে।

Check Also

আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী

আগামী রমজানের আগেই জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।