যশোরে বাসের ধাক্কায় বাবা-মেয়ে নিহত, গাড়িতে জনগণের আগুন

যশোরের পুলেরহাট বাজারে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত এবং মা ও অপর মেয়েসহ তিনজন আহত হয়েছেন। এসময় স্থানীয় জনগণ বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহতরা হচ্ছেন, খুলনার মুজগুন্নীর রুবেল (৩৪) ও তার মেয়ে ঐশী (১০)। আহত হয়েছেন নিহত রুবেলের স্ত্রী জেসমিন (২৮) ও সাড়ে চার বছরের অপর মেয়ে সায়েবা এবং পথচারী কৃষ্ণবাটি গ্রামের ওসমান (১৯)।

আহত জেসমিন জানান, তার বাবার বাড়ি শার্শার বহিলাপোতা থেকে স্বামীর বাড়ি খুলনার মুজগুন্নী যাচ্ছিলেন। পথে যশোর-বেনাপোল সড়কের পুলেরহাট বাজারে তারা দুর্ঘটনার শিকার হন। ঈদের ছুটিতে তারা বহিলাপোতায় গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে বেনাপোলগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ১০ বছরের ঐশীর মাথা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তার বাবা রুবেলকেও মৃত ঘোষণা করেন।

এদিকে ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পথচারী ওসমানকে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ এসে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Check Also

আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী

আগামী রমজানের আগেই জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।