সাতক্ষীরায় সরকারি খাসজমি উদ্ধারে অভিযান শুরু

সাতক্ষীরায় অবৈধ দখলে থাকা সরকারি খাসজমি উদ্ধারে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার (৮ এপ্রিল) সাতক্ষীরার শহরের অদূরে সদর উপজেলার বাঁকাল ব্রীজের পশ্চিম পার্শ্বে সরকারি খাসজমিতে গড়ে তোলা বাঁকাল ট্রাক স্ট্যান্ড ও সাতক্ষীরা ট্রাক মালিক সমিতির দ্বিতল ভবন যৌথবাহিনীর অভিযানে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের নেতৃত্বে এই খাস জমি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী লে: মাহির লাবিব (৩৭ বীর) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। এসময় পুলিশ ও সেনবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে সাতক্ষীরা ট্রাক মালিক সমিতির অবৈধ স্থাপনাটি আংশিক ভেঙে ফেলা হয় এবং জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আগামী তিনদিনের মধ্যে স্থাপনার বাকি অংশ ভেঙে পরিষ্কার করার নির্দেশ প্রদান করেন। এ সময় অভিযানকালে করো নামে কোন মামলা করা হয়নি।

সাতক্ষীরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, উক্ত স্থানটি সাতক্ষীরা উপজেলা পরিষদের জায়গা। পূর্বে দৃর্বৃত্তার সরকারি অনুমোদন না নিয়ে উক্ত স্থানে সাতক্ষীরা মালিক সমিতির দ্বিতল ভবন নির্মাণ কওে ব্যবহার কওে আসছিল।

এর আগে রোববার সকালে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মাদারতলা এলাকায় অভিযান চালিয়ে মাদারতলা মৌজার সরকারি খাস খতিয়ানভুক্ত ৫.৪৮ একর জমি অবৈধ দখলমুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, সাতক্ষীরায় যত সরকারি জমি ও খাসজমি অবৈধ দখলে রয়েছে, সেসব জমি উদ্ধারে আমরা অভিযান শুরু করেছি। আমাদের সাথে দেশের গর্বিত সেনা বাহিনীর সদস্যরা রয়েছে। আমি সবার সহযোগিতা চাই যাতে করে সাতক্ষীরার একখন্ড সরকারি খাস জমি ভূমিদস্যু বা কোন জবরদখলকারির হাতে না থাকে। আমাদের এই অভিযান অব্যহত থাকবে।

Check Also

আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী

আগামী রমজানের আগেই জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।