সাতক্ষীরায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত

‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসুচির মধ্য দিয়ে সোমবার (২৮ এপ্রিল) সাতক্ষীরায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।

দিবসটি উপলক্ষে সকালে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বেলুন, কবুতর ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে সকাল ৮টায় সাতক্ষীরা জজকোর্ট চত্বর থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে স্বাস্থ্য পরীক্ষা, রক্ত দান এবং জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আপামর জনসাধারণকে সরকারি আইন সহায়তা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দীন, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, লিগ্যাল এইড অফিসার (অতিরিক্ত জেলা জজ) নাসির উদ্দিন ফারাজী, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. এম. শাহ আলম, জি.পি. এ্যাডঃ অসীম কুমার মন্ডল, পি.পি. এ্যাড. শেখ আব্দুস সাওার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ এমদাদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে গরিব অসহায় মানুষদের আইনগত সহায়তা দেয়া হয়। প্রান্তিক জনগোষ্ঠীকে আইনের নিরাপত্তার বাইরে রেখে আইনের শাসন নিশ্চিত করা যাবে না। আমরা সবাইকে নিয়ে কাজ করে সাতক্ষীরায় আইনের শাসন প্রতিষ্ঠা করবো।

Check Also

ছোট গাছে সাত ছড়া সৌদি খেজুর, লাভের আশা সাতক্ষীরার চাষির

সাতক্ষীরা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে যখন পৌঁছালাম, সূর্য তখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।