সাতক্ষীরায় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে মা দিবসে শ্রদ্ধা জানাতে মায়ের পা ধুইয়ে দিলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে  মা দিবস-২০২৫ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) সকালে রসুলপুর ফুটবল মাঠে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি একরামুল কবির খান (বাবু খান) এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে মা সমাবেশে বক্তব্য রাখেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকন। প্রধান শিক্ষক বলেন, আমি এই বিদ্যালয় দায়িত্বভার গ্রহণ করার পর থেকে সকল শিক্ষকে সাথে নিয়ে বিদ্যালয় এর শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন যুগ উপযোগী পদক্ষেপ গ্রহণ করছি। বিদ্যালয়ের পাঠদান, সাপ্তাহিক পরীক্ষা ফলাফল প্রকাশ করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগী মনোভাব গড়ে তোলা ও শতভাগ উপস্থিতি নিশ্চিত করেছে। এছাড়া তাদেরকে নৈতিক শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করছি। মা সমাবেশে

সাপ্তাহিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করা হয়। স্টুডেন্ট অফ দ্য উইক হওয়া ৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
মা দিবস উপলক্ষে গর্ভধারিনী মাকে সম্মান ও শ্রদ্ধা জানাতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মায়েদের পা ধুইয়ে গামছা দিয়ে পা মুছে দেয় এবং উপহার তুলে দেন মায়েদের হাতে।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমানকে তার এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করায় বিদ্যালয়ের সভাপতি, শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকরা ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ভবতোষ কুমার সানা, সহকারী শিক্ষক সানজিদা নাহার, রুপ কুমার মন্ডল, মোহাম্মদ মিজানুর রহমান, রমেশ চন্দ্র ঘোষ, উজ্জল চক্রবর্তী, শেখ তানজেরুল হক, মনজুর রহমান, মোঃ রেজাউল সরদার, রেবা মন্ডল, খাদিজা খাতুন, শাহিনা আক্তার, মোঃ আশিকুর রহমান, পাপিয়া খাতুন, রিনা আক্তার, মো. শাহিনুর রহমান, মোঃ রাজু আহমেদ, অফিস সহকারি মোঃ সাইদুর রহমান,ল্যাব অপারেটর মোঃ মাছুম বিল্লাহসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের মা  ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Check Also

ছোট গাছে সাত ছড়া সৌদি খেজুর, লাভের আশা সাতক্ষীরার চাষির

সাতক্ষীরা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে যখন পৌঁছালাম, সূর্য তখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।