জাতীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা

শহিদুল ইসলাম শহিদ, সাতক্ষীরা : সাতক্ষীরা জাতীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ চ্যাম্পিয়ন দল কালিগঞ্জ উপজেলার ডিআরএম আইডিয়াল কলেজের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল,সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু ,জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, এনডিসি প্রণয় বিশ্বাস, ডিআরএম আইডিয়াল কলেজের অধ্যক্ষ আবুল বাশার, ভাইস প্রিন্সিপাল সালাউদ্দিন, ক্রীড়া শিক্ষক মাহবুবুর রহমান, কোচ ফারুক হোসেন, অধিনায়ক আনিছুর রহমান, মোঃ আব্দুল্লাহ, আবু রায়হান প্রমুখ।জেলা প্রশাসক বলেন, সাতক্ষীরার ছেলে—মেয়েরা সকল খেলায় এগিয়ে।তরুণ শিক্ষার্থীরা এই খেলার মাধ্যমে জেলার মুখ উজ্জ্বল করেছে। এটা গুরুত্বপূর্ণ একটি অর্জন, আগামীতে তোমরা আরো ভালো কিছু করতে পারবে। তোমাদেরকে খেলাধুলার পাশাপাশি পড়াশোনায়ও ফাস্ট হতে হতে হবে। উল্লেখ্য, জাতীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলায় কালিগঞ্জ উপজেলার ডিআরএম আইডিয়াল কলেজ ও সিলেটের তাজপুর ডিগ্রী কলেজের মধ্যে অনুষ্ঠিত হয়।খেলায় ডিআরএম আইডিয়াল কলেজ ৩—১ গোলে বিজয়ী হয়।

Check Also

ছোট গাছে সাত ছড়া সৌদি খেজুর, লাভের আশা সাতক্ষীরার চাষির

সাতক্ষীরা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে যখন পৌঁছালাম, সূর্য তখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।