সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা শহরতলীর খানপুরে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। শনিবার (১৭ মে) বেলা সাড়ে ১১টায় খানপুর গ্রামে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন থেকে বর্ষা মৌসুমে স্থানীয় এতিমখানা, আলিম মাদ্রাসা, ঈদগাহ মাঠ, বাজার মসজিদ ও মৎস্য ঘের এর জলাবদ্ধতা নিরসনে পূর্ব বিলে একটি নালা খাল খননের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দিন, ডাক্তার মাহবুবার রহমান, তপন কুমার বিশ্বাস, শাহাদাত হোসাইন প্রমুখ।

ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, খানপুর ও রইচপুরে প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে হাজার হাজার বিঘা জমিতে বোরো ধান চাষাবাদ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এমন কি খানপুর সিদ্দিকীয়া আলিম মাদ্রসা ও খানপুর ঈদগাহ ময়দান এবং খানপুর এতিমখানায় এই জলাবদ্ধতায় কারণে ছাত্র-ছাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়।

তিনি বলেন, পার্শ্ববর্তী রইচপুর গ্রাম সংলগ্ন আলীপুর থেকে রইচপুর ও পরান্দাহ গ্রাম দিয়ে একটি প্রবাহমান খাল আছে। পার্শ্ববর্তী প্রভাবশালী মহল টাকার বিনিময়ে এ খালের পানি নিয়ন্ত্রণ করে। যার কারনে দূরবর্তী ঘেরগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

তিনি আরো বলেন, খানপুর ও রইচপুর গ্রামের বিস্তীর্ণ বিলের মধ্যভাগ দিয়ে পানি নিষ্কাষণের জন্য একটি নালা খাল প্রয়োজন। যা পার্শ্ববর্তী রইচপুর গ্রামের প্রবাহমান খালের সাথে সংযুক্ত হবে। তালা পানি প্রবাহমান থাকলে জলাবদ্ধতার কবল থেকে মুক্তি পাবে এই এলাকার মানুষ।

ডাক্তার মাহবুবুর রহমান বলেন, দীর্ঘদিন আগে খানপুর ও রইচপুর সড়কের মধ্য ভাগে একটি কালভার্ট নির্মাণ করা হয়েছিল। কিন্তু স্বার্থানেশী মানুষের কারণে কালভাটটি সম্পূর্ণ বন্ধ আছে। এই কালভার্ট বরাবর খানপুর ও রইচপুরের বিস্তীর্ণ মাঠের মধ্যভাগ দিয়ে উত্তর দিকে রইচপুর প্রবাহমান খালের সাথে সংযোগ রয়েছে। অপর দিকে খানপুর ও রইচপুর পাঁচানী মাঠ দিয়ে দক্ষিণ দিকে রইচপুর প্রবাহমান খালের সাথে সংযোগ স্থাপন করা হলে এলাকাবাসী জলাবদ্ধতার হাত থেকে পরিত্রাণ পাবে।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত দরখাস্ত দিয়েছি এবং আমরা চাই, পানি নিষ্কাশনের জন্য এই খালটা আগামী বর্ষা মৌসুমের পূর্বে অতি দ্রুত খনন করা হোক।

তিনি খাল ও নালা খননের মাধ্যমে অত্র এলাকার বাসিন্দারা যাতে জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে পারে সেই ব্যবস্থার জন্য প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Check Also

ছোট গাছে সাত ছড়া সৌদি খেজুর, লাভের আশা সাতক্ষীরার চাষির

সাতক্ষীরা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে যখন পৌঁছালাম, সূর্য তখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।