কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: সদরের আলিপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২মে) বেলা ১.৩০ টায় সময় মাহমুদপুর উত্তর মাঠে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আলিপুর মাঝ কারিকার পাড়ার মৃত্যু আকছেদ কারিকারের ছেলে এমাদুল কারিকার (৬০) এবং মাহমুদপুর গ্রামের হাসান বড় মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৩৪)।
নিহতের পারিবারিক সূত্র জানায়, আলিপুর মাঝ কারিকারপাড়ার মৃত্যু আকছেদ কারিকারের ছেলে এমাদুল কারিকার ৪/৫ বছর যাবৎ মাহমুদপুর উত্তর মাঠে ৪ বিঘা জমি লিজ নিয়ে ধান ও সাদা মাছের চাষ করে আসছিলেন।
তার ঘেরে পানি দেওয়ার জন্য একটি মটর আছে। উক্ত মটরের বিদ্যুৎ এর আর্তিং তারে হাত দেওয়ায় এমাদুল বিদ্যুৎ স্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গেলে মাহমুদপুর গ্রামের হাসান বড় মিয়ার ছেলে ইসমাইল হোসেনও বিদ্যুৎ স্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।