আশাশুনিতে আদালতের নির্দেশ অমান্য করে ৮০ বছরের পৈত্রিক সম্পত্তি জবর দখলের অভিযোগ

আশাশুনি(সাতক্ষীরা)সংবাদদাতা।। সাতক্ষীরার আশাশুনিতে আদালতের নির্দেশ অমান্য করে ৮০ বছরের পৈত্রিক সম্পত্তি প্রতিপক্ষের লোকজন
জবর দখল করে মাছ ধরে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার আনুলিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে।
মামলার বাদী মির্জাপুর গ্রামের মৃত এজাহার সানার ছেলে শওকত সানা জানান,নাকাগদারঘাট মৌজায় ১৯ নং এসএ খতিয়ানে ৭৩/১০৬, ৯২,বিআরএস ৩১ নং খতিয়ানে,১৩৬ ও ১৩৭ নং দাগে ১:১৭ শতক জমি পৈত্রিক ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হয়ে আমরা প্রায় ৮০ বছর ধরে শান্তি পূর্ণ ভোগদখলে আছি। চলমান মাঠ জরিপ, চেক দাখিলা সহ সকল কাগজ পত্র থাকা সত্ত্বেও নাকাগদারঘাট গ্রামের মৃত অচিল মোড়লের ছেলে খোকন মোড়ল ও মির্জাপুর গ্রামের মৃত ছবিল গাজীর ছেলে নজরুল গাজী আমাদের উক্ত জমি জবর দখল করতে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আসছে।
এ ব্যাপারে খোকন গংয়ের বিরুদ্ধে গত ১০ মার্চ ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারা মতে প্রতিকার প্রার্থনা করে সাতক্ষীরা বিজ্ঞ অতি: জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৩২৫/২৫ নং একটি পিটিশন মামলা দায়ের করি। বিজ্ঞ আদালতের ৫৪১ নং স্মারকের আদেশে ২২ মে উভয় পক্ষ কে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়। এরপরও তারা ষড়যন্ত্র করতে থাকলে গত ২৩ এপ্রিল আমি তাঁদের বিরুদ্ধে বারিত আদেশ প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক ২২মে ধার্য তারিখ পর্যন্ত তা মঞ্জুর করেন। কিন্তু ধার্য দিনে বিচারক উপস্থিত না হওয়ায় পরবর্তী নির্দেশ পাওয়া যায়নি।
এদিকে বিগত ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন সানার ইন্ধনে শুক্রবার (২৩ মে) সকাল ১১টায় খোকন মোড়ল ও নজরুল গাজীর নেতৃত্বে লাঠিয়াল বাহিনীর সর্দার বিছট গ্রামের হাফিজুল ও আব্দুর রহিম সহ ৩৫/৪০ জন এসে আমাদের উক্ত মৎস্য ঘেরের বেড়িবাঁধ কেটে জবর দখল করে মাছ লুট করে নিয়ে যায়। আমরা বাঁধা দিতে গেলে তাঁরা আমাদের খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। আমরা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কোন সংঘাতে জড়ায়নি। আমরা জবর দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে শাহাবুদ্দিন সানা ও খোকন মোড়লের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।###

Check Also

ছোট গাছে সাত ছড়া সৌদি খেজুর, লাভের আশা সাতক্ষীরার চাষির

সাতক্ষীরা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে যখন পৌঁছালাম, সূর্য তখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।