উপকূলীয় সামাজিক বনায়ন ও ইকো-সিস্টেম ব্যবস্থপনা ও পুনরুদ্ধারে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় সামাজিক বনায়ন ও ইকো-সিস্টেম ব্যবস্থপনা ও পুনরুদ্ধার বিষয়ক উপজেলা পর্যায়ে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। “ব্লু-ইকোনমি এ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস” প্রকল্প আওতায় ব্রেকিং দ্য সাইলেন্স, কোডেক এবং বেলা, অক্সফ্যাম ইন বাংলাদেশের সহায়তায় শুক্রবার (২৩ মে) বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ব্রেকিং দ্য সাইলেন্সের পরিচালক (কর্মসুচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলাম ইসলামের সভাপতিত্বে ‘অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত।

ব্রেকিং দ্য সাইলেন্সের সাতক্ষীরার প্রোগ্রাম ম্যানেজার শরিফুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, বুড়িগোয়ালিনী স্থানীয় প্রতিনিধি, সুশীল সমাজ, যুব নেতা, ধর্মীয় নেতা, ক্লাব সদস্য, ক্রীড়াবিদ, শিক্ষক, অভিভাবকবৃন্দ প্রমুখ।

প্রকল্পটি উপকূলীয় এলাকার জনগোষ্ঠী-বিশেষ করে নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা বৃদ্ধি, বাস্তুতন্ত্র (ইকো-সিস্টেম) ব্যবস্থপনা এবং জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে সহায়তা এবং তাদের অধিকার বাস্তবায়নে কাজ করছে।

Check Also

ছোট গাছে সাত ছড়া সৌদি খেজুর, লাভের আশা সাতক্ষীরার চাষির

সাতক্ষীরা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে যখন পৌঁছালাম, সূর্য তখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।