শ্যামনগর (সাতক্ষীরা ) সংবাদদাতা: “নিয়মিত ভূমি কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই স্লোগান নিয়ে ২৫ মে সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে এক বনাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা ভূমি অফিস থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় ভূমি অফিসের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনাল (ভুমি) আব্দুল্লাহ আল রিফাত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার এবং শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।
ভূমি কর প্রদান মেলা ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত চলবে, যেখানে উপজেলার ১২টি ভূমি অফিসে এবং উপজেলা ভূমি অফিসে মিলিয়ে মোট ১৩টি বুথে ভূমি কর প্রদান করা যাবে। উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে জমির মালিকদের নিয়মিত ভূমি কর প্রদানের আহ্বান জানানো হয়।