সচিবালয়-এনবিআর কিংবা পোর্টেও বিপ্লব হবে : হান্নান মাসউদ

বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সচিবালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও চট্টগ্রাম বন্দরে চলমান আন্দোলনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

সোমবার (২৬ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

পোস্টে হান্নান মাসউদ লেখেন, আজ সচিবালয়, এনবিআর কিংবা পোর্টে যারা স্ট্রাইক করছেন, তাদের বলছি বিপ্লব ওখানেও হবে। আপনারা দুর্নীতি আর লুটপাটের স্বাধীনতা চাচ্ছেন, কিন্তু ’২৪ পরবর্তী সময়ে এটা আর পাবেন না।

তিনি লেখেন, হাসিনার পুরো শাসনামলের প্রতিটি গুম, খুন, দুর্নীতি, অর্থপাচার সবকিছুর সহযোগী আপানারা। ভাববেন না, পার পেয়ে গেছেন। পুনশ্চ বলছি, পার পাওয়ার কোনো সুযোগ নেই। সরকারের উচিত অবিলম্বে এ সকল দুর্নীতিগ্রস্তদের অপসারণ করে, নিরপেক্ষ কমিশনের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ সরকারি চাকরি আইন সংশোধন করে একটি অধ্যাদেশ জারির প্রস্তাব অনুমোদন করে, যাতে সরকারি কর্মচারীদের দ্রুত ও সহজে শাস্তি দেওয়ার বিধান রাখা হয়েছে। তবে এই বিধানকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এর বিরোধিতা করছেন। তাদের মতে, এটি একটি কালো আইন এবং নিপীড়নমূলক ব্যবস্থা। এর প্রতিবাদে গতকাল রোববার সচিবালয়ে সকাল থেকে দিনভর বিক্ষোভ করেন তারা। আপত্তির মধ্যেই রাষ্ট্রপতির অনুমোদনের পর রাতেই অধ্যাদেশটি জারি করা হয়। আজও সচিবালয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন সরকারি কর্মচারীরা।

অন্যদিকে, ১২ মে রাতে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভাগ করার সিদ্ধান্তের পরদিন থেকেই এর বিরোধিতায় অবস্থান ও কলমবিরতি কর্মসূচিতে অংশ নেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনের প্রেক্ষাপটে সরকার তাদের দাবির বিষয়ে ইতিবাচক আশ্বাস দিলে গত রোববার রাতে তারা কর্মবিরতিসহ সব কর্মসূচি স্থগিত করেন। তবে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ তিন দিনের সময়সীমা নির্ধারণ করেছে।

এদিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

Check Also

ছোট গাছে সাত ছড়া সৌদি খেজুর, লাভের আশা সাতক্ষীরার চাষির

সাতক্ষীরা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে যখন পৌঁছালাম, সূর্য তখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।