সাতক্ষীরায় সেরা ৫ কৃষককে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সেরা কৃষকদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে খামার বাড়ি মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমদ।

সদর উপজেলা সহকারী কৃষি অফিসার প্লাবনী সরকারের পরিচালনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহকারী উপ পরিচালক ইকবাল হোসেন।
এই প্রকল্পের আওতায় ৫ জন সেরা কৃষকের পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্ত কৃষকরা হলেন, ইলিয়াস হোসেন, মাসুদুজ্জামান, মোঃ জোহর আলী, ছাইদুল ইসলাম ও জোহরা বেগম।

বক্তারা বলেন, কৃষিতে আজ সবুজ বিপ্লব সাধিত হয়েছে। এই বিপ্লবের পেছনে মূল চালিকাশক্তি আপনারা, আমাদের নিবেদিতপ্রাণ কৃষকেরা। আপনাদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ এবং আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণে সদিচ্ছার ফলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনও করেছে। একসময়ের খাদ্যঘাটতির দেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তার কৃষি সাফল্যের জন্য।

সাতক্ষীরার মাটি ও মানুষ আবহমানকাল থেকেই কৃষির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। এখানকার কৃষকেরা প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করে যেভাবে ফসলের বাম্পার ফলন নিশ্চিত করছেন, তা সত্যিই অতুলনীয়। বিশেষ করে, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে সরকারের যে লক্ষ্য, তা বাস্তবায়নে সাতক্ষীরার কৃষকদের অগ্রণী ভূমিকা আজ সর্বজনবিদিত। আমদানিনির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে তেলবীজ চাষের সম্প্রসারণ অত্যন্ত জরুরি, আর আপনারা সেই গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন।

এই সবুজ বিপ্লব কেবল কথার কথা নয়। এর বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাই মাঠে মাঠে। উন্নত বীজ, সুষম সার, আধুনিক সেচ ব্যবস্থা, পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি এবং কৃষি কর্মকর্তাদের সঠিক দিকনির্দেশনা এই সবকিছুর সমন্বয়েই সম্ভব হয়েছে ফসলের এমন অভাবনীয় উৎপাদন বৃদ্ধি। সরকার কৃষিবান্ধব নীতি গ্রহণ করে কৃষকদের পাশে দাঁড়িয়েছে। ভর্তুকি মূল্যে সার, বীজ, কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে।

Check Also

ছোট গাছে সাত ছড়া সৌদি খেজুর, লাভের আশা সাতক্ষীরার চাষির

সাতক্ষীরা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে যখন পৌঁছালাম, সূর্য তখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।