ফেসবুক লাইভে এসে ব্যবসায়ীর বিষ ট্যাবলেট সেবন, পরে মৃত্যু   (ভিডিওি)

বগুড়া: ফেসবুক লাইভে নিজের কষ্টের কথা জানিয়ে এক ব্যবসায়ী বিষ ট্যাবলেট সেবন করেছেন। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত ব্যবসায়ীর নাম রাসেল আহম্মদ (৩০)। তার বাবার নাম আবু তাহের ওরফে সোনা উদ্দিন। ধুনট শহরের স্কুল মার্কেটে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

গতকাল মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় ধুনট পৌর শহরের দক্ষিণ অফিসারপাড়া এলাকার একটি বাড়িতে তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেন।

তিনি পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের স্থায়ী বাসিন্দা। আত্মহত্যার সময় তিনি বাড়িতে একাই ছিলেন।

তিনি টানা ৫৪ মিনিট ৫৮ সেকেন্ড ফেসবুক লাইভে ছিলেন। এসময় পরিবারকে মুক্ত করে দেওয়ার কথাও উল্লেখ করেন। লাইভে কথা বলার মাঝেই তিনি পরপর দুটি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অচেতন হয়ে পড়েন।

এসময় ফেসবুকে লাইভ দেখে তার আত্মীয়-স্বজন ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার এসআই ফিরোজ মিয়া জানান, এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের পর রাসেল আহম্মেদের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Check Also

ছোট গাছে সাত ছড়া সৌদি খেজুর, লাভের আশা সাতক্ষীরার চাষির

সাতক্ষীরা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে যখন পৌঁছালাম, সূর্য তখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।