সাতক্ষীরায় অবহিতকরণ সভায় বক্তার ‘স্থানীয়ভাবে উৎপাদিত ও গৃহে তৈরী খাদ্য গ্রহণে অভ্যাস করতে হবে’

সাতক্ষীরায় জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা ২০২০ অবহিতকরণ বিষয়ক এক সভায় বক্তারা বলেছেন, স্বাস্থ্য সম্মত খাদ্য গ্রহণে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এছাড়া ফাস্ট ফুড জাতীয় প্রসেসড খাদ্য পরিহার করে স্থানীয়ভাবে উৎপাদিত ও গৃহে তৈরি খাদ্য গ্রহণে অভ্যাস করতে হবে। বুধবার (২৮ মে) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় বক্তারা একথা বলেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদ হাসান।

খাদ্য মন্ত্রণালয়ের গবেষণা পরিচালক মোস্তফা ফারুক আল বান্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক মো. মাহবুবুর রহমান, গবেষণা পরিচালক ফিরোজ আল মাহমুদ, সহযোগী গবেষণা পরিচালক মো. মহিনুর ইসলাম, মিজানুর রহমান, মেহেদী হাসান সোহাগ, গবেষণা কর্মকর্তা রাজিয়া সুলতানা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণু পদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোস্তানসির বিল্লাহ, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মো. মেহেদী হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য মো. জাহারুল ইসলাম, সুশীলনের প্রতিনিধি মনিরুজ্জামান প্রমুখ।

Check Also

ছোট গাছে সাত ছড়া সৌদি খেজুর, লাভের আশা সাতক্ষীরার চাষির

সাতক্ষীরা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে যখন পৌঁছালাম, সূর্য তখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।