শত্রুতার জের ধরে যুবককে মারপিটের মামলায় শহরের আলোচিত জেমিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেমি সাতক্ষীরা শহরের পলাশপোল সবুজবাগ এলাকার জলিলের পুত্র।
গত ২৪ মে রাত সাড়ে ১০টার দিকে পলাশপোল মধুমোল্লাডাঙ্গী এলাকার আরাফাত হোসেনকে নিউ মার্কেটের সামনে পেয়ে পূর্বশত্রুতার জের ধরে জেমিসহ তার সঙ্গীরা মারপিট করে। এঘটনায় ভুক্তভোগীর মাতা ঝর্ণা খাতুন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার প্রধান আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক রাজ জানান, মারপিটের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত।