পশু হাটের ইজারাদার, ব্যাংক কর্মকর্তা ও চামড়া ব্যবসায়ীদের সাথে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সাতক্ষীরা জেলার পশু হাটের ইজারাদার এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত:
অদ্য ২৯ মে ২০২৫ খ্রিঃ বিকাল ১৬.০০ঘটিকার সময় পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরার সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সাতক্ষীরা জেলার পশু হাটের ইজারাদার, ব্যাংক কর্মকর্তা ও চামড়া ব্যবসায়ীদের সাথে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়।
সভার শুরুতে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতার সুবিধা-অসুবিধা ও সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় বলেন, আসন্ন ঈদ ও পশুর হাটের জন্য সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ হতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদ ও পশুর হাটকে সামনে রেখে জাল টাকার প্রবনতা লক্ষ্য করা যায় এব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান এবং ব্যাংকসমূহকে জাল টাকা প্রতিরোধে পশু হাটগুলোতে জাল টাকা সনাক্তকরণে মেশিন এর ব্যবস্থা রাখার অনুরোধ করেন। পশু হাটগুলোতে কোন ধরণের চাঁদাবাজির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এর সাথে কেউ জড়িত থাকলে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলে জানান। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলের সহযোগিতা কামনা করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) জনাব শেখ ইমরান হোসেন, বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শাহীনুর চৌধুরী, চামড়া ব্যবসায়ী,পশু হাটের ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাগণ।
+10
All reactions:

70

Check Also

ছোট গাছে সাত ছড়া সৌদি খেজুর, লাভের আশা সাতক্ষীরার চাষির

সাতক্ষীরা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে যখন পৌঁছালাম, সূর্য তখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।