পাইকগাছার চেয়ারম্যানের বিরুদ্ধে চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ

 পাইকগাছা: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পাইকগাছার রাড়ুলীতে দরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল ওজনে কম দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। সরকারী নিয়ম অনুযায়ী তালিকাভুক্তদের ১০ কেজির চাল বিতরণের কথা থাকলেও নিয়মনীতির তোয়াক্কা না করে প্যানেল চেয়ারম্যান আবুল হাসেমের নেতৃত্বে শুক্রবার সকাল ইউনিয়ন পরিষদে ৬/৭ কেজি করে চাল বিতরন করা হয়। চাল বিতরণের এ অনিয়মের  চিত্রটি কার্ডধারীদের মাধ্যমে  চারিদিকে জানাজানি হলে এক পর্যায়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে চারদিকে হৈচৈ পড়ে যায়।

এ সময় কার্ডধারী নারী পুরুষ ও তাদের স্বজনরা বিক্ষুব্ধ হয়ে উঠলে ব্যাপক  বিশৃঙ্খলা দেখা দেয়।

পরবর্তীতে নিজের অনিয়ম ঢাকতে ওজনে কম চাল বিতরণের কথা স্বীকার করে শুক্রবার বিকেলে প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম তড়িঘড়ি করে ও ইউপি সদস্যদের ডেকে  নিয়ে সংবাদ সম্মেলন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

সচেতন মহলের প্রশ্ন হলো সংশ্লিষ্টদের অনুমতি ব্যতিত  নিজেরা আলোচনা করে প্যানেল চেয়ারম্যান ওজনে চাল বিতরণ করবেন কেন? কার স্বার্থে ও ইঙ্গিতে তিনি এ কাজ করলেন।  এমন ঘটনায় তিনি স্থানীয় প্রশাসন ও সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করেছেন বলে এলাকাবাসি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম সহ জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের দাবি করেছেন।

Check Also

ছোট গাছে সাত ছড়া সৌদি খেজুর, লাভের আশা সাতক্ষীরার চাষির

সাতক্ষীরা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে যখন পৌঁছালাম, সূর্য তখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।