মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের জেয়ালা গ্রামের দোকান জাহিদুল ইসলামের বাড়ির সামনের বিদ্যুৎ এর খুঁটিতে।
শনিবার (৩১ মে)দুপুরে মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায় বিদ্যুৎ লাইনের তার ও মিটার। ভাগ্যক্রমেম বসত বাড়িতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বাড়ির বিদ্যুৎ লাইনের মিটার সংযোগ আগুনে পুড়ে ছাই হয়ে যায় ।
দোকানদার জাহিদুলের বাড়ির উপর আচমকাই ছিঁড়ে পড়ে হাইভোল্টেজ বিদ্যুতের তার। বিদ্যুতের স্পর্শে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায় রাস্তায় ও বাড়ির মধ্যে। বিচ্ছিন্ন হয়ে পড়ে সড়ক পথ। আগুন লেগে দাউদাউ করে জ্বলে উঠে বিদ্যুৎ লাইন ও আশপাশ বাড়ির আঙ্গিনা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎতের লাইন থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।বিদ্যুৎ অফিসের ফোন দেওয়ার পর ৭-৮ মিনিট পর বিদ্যুৎ লাইন বন্ধ করে দেওয়া হয়।