বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা জামায়াতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই। ইসলামের আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েম হলে মদিনার আদলে নারী-পুরুষনির্বিশেষে সবাই সমান নিরাপত্তা পাবে।’
জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে আয়োজিত জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
সৈয়দপুরের আল-ফারুক একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের আমির দলের নেতা–কর্মীদের উদ্দেশে বলেন, ‘প্রত্যেক মানুষকে দ্বীনের ছায়াতলে নিয়ে আসাই আমাদের আকাঙ্ক্ষা। এ জন্য ইখলাসের সঙ্গে দ্বীনের কাজ করতে হবে, অর্পিত সাংগঠনিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’
দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল টিম সদস্য মাহবুবুর রহমান বেলাল, অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আবদুর রশীদ এবং রংপুর-দিনাজপুর অঞ্চলের বর্তমান ও সাবেক জেলা আমিরেরা।