তালায় ইসলামী ব্যাংকের আত্মসাতকৃত টাকা ফেরত পেতে গ্রাহকদের মানববন্ধন

সাতক্ষীরার তালায় ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট শাখার গ্রাহকদের আত্মসাতকৃত টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে দশটায় খেয়াঘাট মোড়স্থ তালা ইসলামী ব্যাংকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, তালা ইসলামী ব্যাংকের গ্রাহক শিক্ষক বাবলুর রহমান, মোঃ মহিউদ্দিন, বিল্লাল শেখ, গোলাম মোস্তফা, সুলতান আহমেদ, শরিফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পাইকগাছা শাখার অধীনে তালা এজেন্ট আউটলেট সানা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিজানুর রহমান, ম্যানেজার তরিকুজ্জামান, কর্মচারী মুজাহিদুল ইসলাম সুমন ও ইয়াছিন বিশ্বাস এর কাছ থেকে গ্রাহকদের আত্মসাতকৃত টাকা ফেরত ও তাদের শাস্তির দাবি করেন।

এ সময় বক্তারা আরও বলেন, ফকিরের টাকা, এতিমের টাকা, দিনমজুরের টাকাসহ ব্যবসায়ী চাকুরিজীবীসহ সকল মানুষের প্রায় এক কোটি আশি লাখ টাকা আত্মসাৎ করেছে। এ সময় তারা উক্ত টাকা ফেরত পাবার পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

 

Check Also

ছোট গাছে সাত ছড়া সৌদি খেজুর, লাভের আশা সাতক্ষীরার চাষির

সাতক্ষীরা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে যখন পৌঁছালাম, সূর্য তখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।