শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কার্যক্রম।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ রণী খাতুনের নেতৃত্বে র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ বছরের প্রতিপাদ্য ছিল— “প্লাস্টিক দুষণ আর নয়, এখনই বন্ধ করার সময়”।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রণী খাতুন বলেন, “শ্যামনগর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, সুন্দরবনের মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক অঞ্চল ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে প্লাস্টিক ও পলিথিনমুক্ত রাখতে হবে। বিশেষ করে যমুনা খালকে দুষণমুক্ত রাখার বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক গাজী আল ইমরান (সঞ্চালক), উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ছামিউল আযম মনির এবং শ্যামনগর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন।
আলোচনাসভার পর পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও সিডিওর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়কে প্লাস্টিক বোতলমুক্ত রাখতে অতিথিবৃন্দের মাধ্যমে কাচের বোতল হস্তান্তর করা হয়।
এছাড়াও এনজিও ‘রূপান্তর’ এর পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে কয়েক হাজার চটের ব্যাগ বিতরণ করা হয়, যাতে প্লাস্টিক ও পলিথিন ব্যাগের ব্যবহার কমানো সম্ভব হয়।
সভায় উপস্থিত সবাই শ্যামনগর উপজেলাকে প্লাস্টিক ও পলিথিনমুক্ত রাখতে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Check Also

ছোট গাছে সাত ছড়া সৌদি খেজুর, লাভের আশা সাতক্ষীরার চাষির

সাতক্ষীরা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে যখন পৌঁছালাম, সূর্য তখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।