সাতক্ষীরা সংবাদদাতাঃ আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে সড়ক দূর্ঘটনা রোধে সাতক্ষীরায় সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা শাখার আয়োজনে শহরের সরদারপাড়া মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে বক্তব্য রাখেন নিসচা সাতক্ষীরা শাখার সহ সভাপতি অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়,সহ—সভাপতি সাংবাদিক আবু সাইদ বিশ্বাস, কার্যকরী সদস্য তৌফিকুজ্জামান লিটু, নামজুল আলম মুন্না। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ দিদারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী মিটন, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, যুব বিষয়ক সম্পাদক মোঃ আনিছুর রহমান, কার্যকরী সদস্য মোঃ আসাদুজ্জামান খান, মোহাম্মাদ হাফিজ,সদস্য অধ্যক্ষ মোঃ মোরশেদুল হক, মোঃ আতিকুজ্জামান, মোঃ জাকিরুল ইসলাম, মোঃ আতিয়ার রহমান, মোঃ দেলোয়ার হোসেন, আসিফুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, বিগত ১ বছরে সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় ৫০ জন এবং চলতি বছর ৩০ এর অধিক নিহত হয়েছে। আমাদের সড়কে যেভাবে নিহত হয়, সড়কে যে নিরাপত্তা দরকার তা আমরা কিছুই দেখতে পায়না। ফলে আমরা বাড়ি থেকে বের হওয়ার ফের বাসায় ফিরে যাবো একথা বলতে পারিনা। বিগত সরকারের আমলে যেভাবে জীবনের ঝঁুকি নিয়ে চলাচল করেছি বর্তমান সময়েও সড়কের নিরাপত্তা না থাকার কারণে সাতক্ষীরার ২২ লক্ষ মানুষ নিরাপত্তা ঝঁুকি নিয়ে চলাচল করছে।
