সাতক্ষীরায় রেলপথ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

অনুমোদন পাওয়া সত্ত্বেও দীর্ঘদিনেও বাস্তবায়ন না হওয়া নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ব্রডগেজ রেলপথের দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে সাতক্ষীরার সর্বস্তরের জনসাধারণ।

মঙ্গলবার (৩ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে সাতক্ষীরা জেলার সর্বস্তরের জনগণ। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

ডুয়েট এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও রেল আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা মোঃ ওসমান আলী সভাপতিত্বে এবং রেল আন্দোলন সাতক্ষীরা সংগঠক নাহিদ হাসানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান , জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক পৌর মেয়র তাশকিন আহম্মেদ চিশতি, শহর জামায়াতের নায়েবে আমীর সাবেক কাউন্সিলর ফখরুল ইসলাম লাভলু,শহর সেক্রেটারি মো. খোরশেদ আলম, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি জুবায়ের হোসেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাতক্ষীরা জেলার সহ- সভাপতি সাংবাদিক আবু সাইদ বিশ্বাস, পাবলিক লাইব্রেরি সেক্রেটারি কামরুজ্জামান রাসেল, জাগপা কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান ফারুকী, রেল আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা মো. আব্দুর রহিম, অন্যতম আহ্বায়ক সাদিকুর রহমান, নাজমুল হোসেন রনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মোহিনী তাবাসসুম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি শারাফাত হোসেন, সংগঠক আল ইমরান ইমু, মো. নুরুন্নবী, আব্দুল্লাহ আল মাসুদ, মুজাহিদ বিন ফিরোজ, নাঈম হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা। অথচ দেশের অনেক কম গুরুত্বপূর্ণ স্থানেও রেলপথ থাকলেও, আজও সাতক্ষীরা রেল যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমরা আর বঞ্চনা চাই না, চাই রেলপথ।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে রেলপথ থেকে বঞ্চিত সাতক্ষীরাবাসীর ন্যায্য দাবি পূরণে সরকার আজও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। অথচ ব্রডগেজ রেলপথের অনুমোদন দেওয়া হয়েছে। তবুও বাস্তবায়ন না হওয়ায় আমরা উদ্বিগ্ন।

এ সময় বক্তারা ২০ কর্মদিবসের আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ২৩ জুনের মধ্যে রেলপথ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে, বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হবে।

মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়ত ইসলামি সাতক্ষীরা জেলার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাতক্ষীরা জেলার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহ জাহান আলী মিটন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি এডভোকেট আকবর হোসেনসহ সাতক্ষীরার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

Check Also

ছোট গাছে সাত ছড়া সৌদি খেজুর, লাভের আশা সাতক্ষীরার চাষির

সাতক্ষীরা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে যখন পৌঁছালাম, সূর্য তখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।