আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা: বুধবার ৪ জুন ২০২৫ সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলা নূরনগর ইউনিয়নে যুব বিভাগের উদ্যোগে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ উক্ত অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন ডা: রুহুল আমিন নূরনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী ও পরিচালনা করেন হাসানুল বান্না সভাপতি নূরনগর ইউনিয়ন যুব বিভাগ৷
বুধবার দুপুর ২ টায় নূরনগর ইউনিয়ন জামায়াত অফিসে অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা গোলাম মোস্তফা সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলা ৷
তিনি তার বক্তব্যে বলেন হজরত রাসূলুল্লাহ (সা.) যৌবনকালকে গণিমতের মাল তথা মূল্যবান সম্পদ হিসেবে উল্লেখ করে তা মূল্যায়ন করার তাগিদ দিয়েছেন। কেননা এসময় সম্পর্কে পরকালে জবাবদিহিতা করতে হবে। এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে, আমর ইবনু মায়মুন আল আওদি (রা.) বলেন, হজরত রাসূলুল্লাহ (সা.) জনৈক ব্যক্তিকে উপদেশস্বরূপ বলেন, ৫টি বস্তুর পূর্বে ৫টি বস্তুকে গণিমত মনে করো। যথা-১. তোমার বার্ধক্য আসার পূর্বে যৌবনকে। ২. পীড়িত হওয়ার পূর্বে সুস্বাস্থ্যকে। ৩. দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে। ৪. ব্যস্ততার পূর্বে অবসরকে এবং ৫. মৃত্যুর পূর্বে জীবনকে’। (তিরমিজি)। তরুণকাল অত্যন্ত মূল্যবান ও মর্যাদাপূর্ণ। পৃথিবীর ইতিহাসে প্রতিটি আন্দোলনে বিজয়ের সাফ্যলের পেছনে রয়েছে তরুণ সমাজের অত্মত্যাগ। এই তরুণদের রক্তের বিনিময়ে ভেঙে চুর্ণ-বিচুর্ণ হয়েছে অসংখ্য সরকার বাহাদুরের রাজ্য সীমা। ইতিহাসে চির অমস্নান হয়ে আছে তরুণদের আত্মত্যাগের স্মৃতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাঈদী হাসান বুলবুল সভাপতি শ্যামনগর উপজেলা যুব বিভাগ ,মাওলানা মহাসিন আলম সহকারী সেক্রেটারি শ্যামনগর উপজেলা।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সহকারি সেক্রেটারি গাজী আশরাফুল আলম, অফিস সম্পাদক মোঃ আবুবক্কার, প্রচার ও মিডিয়ার সম্পাদক ফারুক হোসেন,
শরিফুল ইসলাম সহ-সভাপতি ,আবু রাসেল রাজু সেক্রেটারি নূরনগর ইউনিয়ন যুব বিভাগ।
ইউনিয়ন জামায়াতের পেশাজীবের সংগঠনের সেক্রেটারি রাশেদুল ইসলাম, ইউনিয়ান মিডিয়া প্রতিনিধি আবু হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া ও মুনাজাত এর মাধ্যমে শিক্ষা বৈঠক অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়৷