টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানির দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও পরিবেশ সম্মেলন করেছে উপকূলবাসী। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই” এই শ্লোগােনে বৃহস্পিতবার ৫জুন দুপুরে সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড ও সুন্দরবন সংলগ্ন এলাকায় বেসরকারি এক সংস্থার উন্নয়ন সংস্থা এই মানববন্ধন ও পরিবেশ সম্মেলনের আয়োজন করে।
এ সমেয় সংক্ষিপ্ত সমাবেশ মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুিষ্ঠত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, মোসাঃ লায়লা খাতুন, মিনতি সরকার, সাংবাদিক ওসমান গনি সোহাগ, প্রিয়া কাহার প্রমুখ।

বক্তারা বলেন, “উপকূলবাসীর চাহিদা ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ।” বর্তমান বাঁধ গুলো অনেক ক্ষেত্রেই কাঁচা ও অস্থায়ী, যা এক মৌসুমেই ধসে পড়ে। ফলে উপকূলবাসী বারবার বিপন্ন হয়ে পড়ে। সরকারের প্রতি আহ্বান জানানো হয়, যেন দ্রুত এই এলাকায় পরিবেশবান্ধব, দীর্ঘস্থায়ী ও জলবায়ু-সহিষ্ণু টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। উপকূলীয় অঞ্চলের দীর্ঘস্থায়ী ও জটিল সমস্যা সমাধান ও টেকসই বেড়িবাঁধের অভাব ও সুপেয় পানির সংকট সমাধানে সরকারের জরুরি হক্ষেপ কামনা করেন তারা।

বক্তারা আরো বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই প্রায় চিরস্থায়ী হয়ে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নিয়মিত বন্যায় প্রতি বছর ফসলি জমি, ঘরবাড়ি, পশুসম্পদ ও জীবীকার উপকরণ ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ বছর পেরিয়ে গেলেও এখানকার বাঁধগুলো টেকসইভাবে নির্মিত হচ্ছে না।

Check Also

ছোট গাছে সাত ছড়া সৌদি খেজুর, লাভের আশা সাতক্ষীরার চাষির

সাতক্ষীরা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে যখন পৌঁছালাম, সূর্য তখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।