পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি পোশাক পরে ভিবিডি’র ভলান্টিয়ারদের প্রতিবাদ

সাতক্ষীরা: পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি পোশাক পরে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে ব্যতিক্রমী নীরব প্রতিবাদ জানালেন ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)’- এর স্বেচ্ছাসেবকরা।

বৃহস্পতিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত হয় এ ব্যতিক্রমধর্মী কর্মসূচি। আয়োজনের শিরোনাম ছিল- ‘প্লাস্টিক স্ট্রাইক: আমরা আর পরতে চাই না।’

ভিবিডি সাতক্ষীরা জেলা শাখার একদল পরিবেশ সচেতন তরুণ-তরুণী শহরের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য দিয়ে নিজেরাই তৈরি করেন প্রতীকী পোশাক। পরে সেই পোশাক পরে পার্কে নীরবভাবে দাঁড়িয়ে থাকেন তাঁরা। উদ্দেশ্য একটাই- প্লাস্টিক দূষণের ভয়াবহতা সমাজের সামনে তুলে ধরা।

এই অভিনব কর্মসূচির মূল বার্তা ছিল- প্লাস্টিক দূষণ আমাদের শরীর ও পৃথিবীকে ঢেকে ফেলছে। আমরা আর প্লাস্টিক পরতে চাই না, চাই একটি পরিবেশবান্ধব ভবিষ্যৎ।

ভলান্টিয়ার সাজেদুল ইসলাম বলেন, ‘আমি আজ এই জামাটা ইচ্ছা করে পরিনি। এটা পরতে বাধ্য হয়েছি—কারণ চারপাশে যেভাবে প্লাস্টিক ছড়িয়ে আছে, একদিন হয়তো সত্যিই এটাকেই জামা হিসেবে পরতে হবে। প্লাস্টিক দূষণ এখন আমাদের জীবনেরই অংশ হয়ে উঠেছে- যেটা আমরা চাইনি। এই প্রতিবাদ শুধু আমার না, আমাদের সকলের। আজ আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি, কারণ প্রকৃতিও আর কিছু বলতে পারছে না। এখন সময়- আমাদের কিছু বলার। এখনই বন্ধ করতে হবে প্লাস্টিক দূষণ ‘

ভিবিডি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল জানান, ‘আমরা এই কর্মসূচির মাধ্যমে দেখাতে চেয়েছি, প্লাস্টিক শুধু ব্যবহারের জিনিস নয়- এর দূষণ আমাদের জীবন ও ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সবাই মিলে উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে বাসযোগ্য পৃথিবী দেওয়া সম্ভব হবে না ‘

সাধারণ সম্পাদক অর্পণ বসু বলেন, ‘সচেতনতার পাশাপাশি নিজেই উদাহরণ তৈরি করাই আমাদের লক্ষ্য। প্লাস্টিকের বিকল্প ব্যবহার এবং পরিবেশবান্ধব চিন্তা এখন সময়ের দাবি।’

শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত পথচারীদের অনেকেই এই অভিনব প্রতিবাদ কর্মসূচির ছবি তোলেন এবং স্বেচ্ছাসেবকদের প্রশংসা করেন।
ভিবিডির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের সৃজনশীল ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Check Also

ছোট গাছে সাত ছড়া সৌদি খেজুর, লাভের আশা সাতক্ষীরার চাষির

সাতক্ষীরা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে যখন পৌঁছালাম, সূর্য তখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।