পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য ১৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি সাংবাদিক আসলামকে আটক করা হয়েছে। তিনি কপিলমুনি প্রতিনিধি হিসাবে পত্রিকায় কাজ করেন।
এ বিষয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে, মামলা-২। থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের নগর শ্রীরামপুর গ্রামের জিএম আসলামকে ১৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে বাংলাদেশ সেনাবাহিনী। পরবর্তীতে আটক আসলামকে পাইকগাছা থানা হেফাজতে দেওয়া হয়।
এ বিষয়ে পাইকগাছা থানার চলতি দায়িত্বপ্রাপ্ত (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর জানান, আটক আসলাম এর নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে, শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।