কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামের যুব ও ক্রীড়া বিভাগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতঃ

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।
বাংলাদেশ জামাাতে ইসলামী সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের ঈদ পুনর্মিলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) সকাল দশটায় কালীগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জামাল ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার, সাবেক জেলা আমির সদস্য খুলনা অঞ্চল টিম।”জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার আগামী দিন শুধু সম্ভাবনার”এই প্রতিপাদ্য কে বুকে ধারণ করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতেে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজী নজরুল ইসলাম সাবেক এমপি জেলা মজলিসের সূরা ও কর্ম পরিষদ সদস্য,বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রভাষক ওমর ফারুক সহ সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি সাতক্ষীরা জেলা শাখা, বিশেষ অতিথি বক্তব্য রাখেন মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী আমির কালীগঞ্জ উপজেলা শাখা,বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুর রউফ সেক্রেটারি কালিগঞ্জ উপজেলা শাখা, বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা শাখার মিডিয়া ও প্রচার সম্পাদক ডঃ মিজানুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা দায়িত্বশীলও ইউনিয়ন পর্যায়ে দায়িত্বশীল সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।অনুষ্ঠানের পূর্বে এবং শেষে সকলে একত্রিত হয়ে পবিত্র ঈদুল আযহার পরবর্তী দিক নির্দেশনামূলক বক্তব্য বুকে ধারণ করে সামনের পথ অতিক্রম করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। পবিত্র ঈদুল আযহারর তাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সুখ দুঃখ আনন্দ বেদনা সকলের মাঝে ভাগাভাগি করে নেন।

Check Also

ছোট গাছে সাত ছড়া সৌদি খেজুর, লাভের আশা সাতক্ষীরার চাষির

সাতক্ষীরা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে যখন পৌঁছালাম, সূর্য তখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।