সাতক্ষীরায় মাদকসহ আটক একজন, প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় ভোমরার নবাতকাটি এলাকায় বিজিবির অভিযানে ২৫ বোতল কোরেক্স সিরাপসহ একজনকে আটক করা হয়েছে। আটকককৃতের নাম মোঃ শামীম হোসেন (৩৩)। সে সাতক্ষীরা সদর থানার শাখরা কোমরপুরের কুলাটি গ্রামের মো. আরশাদ আলী সরদারের ছেলে। রবিবার (০৮ জুন ২০২৫) রাত সোয়া ৯টার সময় উক্ত মাদক উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোমরা বিওপির দায়িত্বাধীন নবাতকাঠি—বটতলা এলাকা হতে মাদক ব্যবসায়ী মাদকসহ আগমন করবে, এমন খবর আসে বিজিবির কাছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর ভোমরা বিওপি’র নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার—৩ হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে নবাতকাঠি—বটতলা নামক স্থানে অবস্থান গ্রহণ করে।

এ সময় উক্ত স্থানে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে আগমনকালে মাদক ব্যবসায়ী মোঃ শামীম হোসেনকে নিজ মোটরসাইকেলসহ আটক করে। পরবর্তীতে তার হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতর হতে ২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় কোরেক্স সিরাপ, বাংলাদেশী নগদ—টাকা, ভারতীয় রুপি এবং ০২টি মোবাইল পাওয়া যায়। আটক ব্যক্তি সম্পর্কে অনুসন্ধান ও তার স্থায়ী ঠিকানায় যাচাইয়ান্তে তার পরিচয় নিশ্চিত ও বিশিষ্ট মাদক ব্যবসায়ী বলে জানা যায়।

আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে ২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় কোরেক্স সিরাপসহ আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীকে মাদক ও জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে; যার মামলা নম্বর—১৬ তারিখ ০৯ জুন ২০২৫।

এদিকে, শামীম হোসেনকে মৎস্য ব্যবসায়ী দাবী করে তাকে অন্যায়ভাবে ভারতীয় কোরেক্স সিরাপ দিয়ে আটক করা হয়েছে অভিযোগ এনে মুক্তির দাবীতে মানববন্ধন করেছে একদল এলাকাবাসি।

সোমবার (৯ জুন) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে সাতক্ষীরা সদরের ভোমরা সিমান্তের নবাতকাটি এলাকার বাসিন্দা অমল মন্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন, ভুক্তভোগী শামিমের স্থী তানিয়া খাতুন আঁখি, সেলিনা খাতুন, আফরোজা পারভীন, রাসেল হোসাইন, মিনার হোসেন, আয়শা খাতুন, খাদিজা সুলতানা, আবুল কাশেম, জাকির হোসেন, রকি ইসলাম, আনন্দ সরকার, হোসেন আলী, মহাদেব দাস, নুর জাহান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রোববার (৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে ব্যবসায়ী শামিম হোসেনসহ সাতক্ষীরা সদরের ভোমরা সীমান্তে ডিউটিরত বিজিবি সদস্যরা নবাতকাটি এলাকায় অমলের চায়ের দোকানে চা খাচ্ছিলো। এমন সময় বিজিবির স্পেশাল টিমের সদস্য ইমরান তাকে একপাশে ডেকে নিয়ে যায় কথা বলার জন্য।

পরবর্তীতে মৎস্য ব্যবসায়ী শামীম হোসেন কোন কিছু বুঝে উঠার আগেই তাকে আটক করে বিজিবি সদস্য ইমরানসহ সঙ্গীয় সদস্যরা। একপর্যায়ে শামিমকে চোখ বেঁধে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যায় ভোমরা সিমান্ত বিজিবি ক্যাম্পে। সেখান থেকে রাতেই ২৫ বোতল ভারতীয় কোরেক্স সিরাপ দিয়ে শামিমকে ৩৩ বিজিবি ক্যাম্পে চালান দেওয়া হয় বলে বক্তারা অভিযোগ করেন।

আবু সাইদ বিশ^াস
সাতক্ষীরা
৯/৬/২৫

 

Check Also

ছোট গাছে সাত ছড়া সৌদি খেজুর, লাভের আশা সাতক্ষীরার চাষির

সাতক্ষীরা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে যখন পৌঁছালাম, সূর্য তখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।