কালিগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন “বন্ধন ফাউন্ডেশন” এর আত্মপ্রকাশ

মামুন বিল্লাহ (কালীগঞ্জ) সাতক্ষীরা : প্রাক্তন ছাত্রবন্ধুদের নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে “বন্ধন ফাউন্ডেশন” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ৯ জুন (সোমবার) বিকাল ০৫:০০ টায় কালিগঞ্জের নলতায় ২৩ সদস্য বিশিষ্ট ২২টা বিভাগ নিয়ে এ স্বেচ্ছাসেবী সংগঠনের নবগঠিত এ ফাউন্ডেশনের সভাপতি হিসেবে “অধ্যক্ষ আবু রাসেল আসকারী” ও সেক্রেটারি হিসেবে “এ্যাডভোকেট সিদ্দিকুর রহমানের” নাম ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্য হিসেবে সহ-সভাপতি জি এম গিয়াসউদ্দিন রাহেল, সহ-সভাপতি ব্যারিস্টার শামসুল আরেফিন হিমেল, সহ-সভাপতি হাসানুজ্জামান রাজু, সহ: সেক্রেটারি সহঃ অধ্যাপক বখতিয়ার খিলজি (রুয়েট), সাংগঠনিক সম্পাদক ড. মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সেক্রেটারি জনাব আব্দুর রাজ্জাক, অফিস সম্পাদক ইমরান হোসেন, অর্থ সম্পাদক আনিছুর রহমান, প্রচার ও মিডিয়া- প্রভাষক মামুন বিল্লাহ, সহ: প্রচার ও মিডিয়া – হারুনুর রশীদ, বানিজ্য বিষয়ক- রফিকুল ইসলাম রেজা, ধর্ম বিষয়ক মাও: শাহিনুর রহমান ও মাও: আব্দুর রাজ্জাক, শ্রম বিষয়ক- আরিফ বিল্লাহ, কৃষি বিষয়ক- মোঃ ওসমান কবির ও মোঃ বাকী বিল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি- এসে এমন মইনুল ইসলাম, সহ: সাহিত্য ও সংস্কৃতি – শাহ সিদ্দিকী ও রবিউল ইসলাম, অডিট ও হিসাব, আবু তালিব ও আব্দুর রাজ্জাক, বিদেশ ও প্রবাসী বিষয়ক- শাহিনুর রহমান, নিরাপত্তা বিষয়ক মুস্তাফিজুর রহমান ময়না, তথ্য ও প্রযুক্তি- মোঃ আবু জাফর ও শাহিনুর রহমান, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল গফুর ও রবিউল ইসলাম এর নাম ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ আবু রাসেল আসকারী বলেন মানব কল্যাণকে সামনে রেখে এ সংগঠনের জন্ম হয়েছে, সততা ও আন্তরিকতা যদি আমাদের থাকে তাহলে আমাদের কেউ গতিরোধ করতে পারবেনা।সফলতা আমাদের আসবেই। তিনি এই দায়িত্ব পালনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষণা করেন।

Check Also

ছোট গাছে সাত ছড়া সৌদি খেজুর, লাভের আশা সাতক্ষীরার চাষির

সাতক্ষীরা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে যখন পৌঁছালাম, সূর্য তখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।