এস এম মোতাহিরুল হক শাহিন
তালা (সদর)সাতক্ষীরা।
“যতদিন না কায়েম হবে খোদার ধারাই তারই দ্বীন,কিসের আবার ঈদের খুশি,এই অনুষ্ঠান অর্থহীন “।
৯ জুন (সোমবার) সন্ধ্যায় ৬ নং তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ জামায়েত ইসলামী তালা সদর ইউনিয়ন শাখার আয়োজনে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। তালা সদর ইউনিয়ন আমীর মোঃ মুজিবর রহমানের সভাপতিত্বে মোঃ ওহিদুজ্জামান রিপন ,(সেক্রেটারী তালা শহর শাখা।) এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ডা: মাহামুদুল হক। নায়েবে আমীর,সাতক্ষীরা জেলা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাও: মফিদুল্লাহ, আমীর, তালা উপজেলা। অধ্যাপক গোলাম ফারুক। চেয়ারম্যান,৭ নং ইসলামকাটি ইউনিয়ন পরিষদ ও উপজেলা কমপরিষদ সদস্য তালা উপজেলা। এ্যাড: মশিয়ার রহমান,আমীর তালা শহর শাখা।