নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, দুজনের অবস্থা গুরুতর

নারায়গঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এ সময় মামুন মিয়া নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। এছাড়া খোকা মিয়া নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। মুমূর্ষ অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকালে রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মামুন মিয়া মাঝিপাড়া এলাকার আব্দুল মন্নাফের ছেলে ও খোকা মিয়া একই এলাকার কবির মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ভুলতা ইউনিয়ন যুবদল নেতা বাদল মিয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সঙ্গে রাজনীতি করেন। অপরদিকে ভুলতা ইউনিয়ন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের সঙ্গে রাজনীতি করেন। তাদের দুই গ্রুপের মাঝে এলাকার নানা আধিপত্য নিয়ে বিরোধ রয়েছে।

মাঝিপাড়া এলাকার কবির মিয়ার ছেলে খোকা মিয়া একসময় ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করতেন। বর্তমানে জাহিদুল ইসলাম বাবুর সঙ্গে ছাত্রদলের কর্মী হিসেবে যোগদান করেন।

মঙ্গলবার বিকালে যুবদল নেতা বাদল মিয়া ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে খোকা মিয়াকে নিজ বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে এসে নির্যাতন চালায় এবং হাত পা ভেঙে দেয়। পরে জাহিদুল ইসলাম বাবু ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে খোকাকে উদ্ধার করতে যায়।

পরে বাদল মিয়ার লোকজনের সঙ্গে জাহিদুল ইসলাম বাবুর লোকজনের হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় বাদল মিয়ার ভাই মুদি দোকানি মামুন মিয়া মাথায় গুলিবিদ্ধ হয়। পরে মুমূর্ষ অবস্থায় মামুন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং খোকা মিয়াকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Check Also

ছোট গাছে সাত ছড়া সৌদি খেজুর, লাভের আশা সাতক্ষীরার চাষির

সাতক্ষীরা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে যখন পৌঁছালাম, সূর্য তখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।