মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কালিগঞ্জ উপজেলা শাখার সাবেক ও বর্তমান ভাইদের নিয়ে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১০ জুন) সকাল ৯.০০ টা কালিগঞ্জ সরকারি কলেজের অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক মোঃ নাজমুল হোসেনের সঞ্চালনায় ও ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ আমিরুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতেে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা সভাপতি ইমামুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ওহাব সিদ্দিকী, সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কাজী মুজাহিদুল ইসলাম,সাবেক জেলা সভাপতি আব্দুল গফফার, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মোঃ জুবায়ের হোসেন কালীগঞ্জ পশ্চিম সভাপতি রবিউল ইসলাম ও পূর্ব সভাপতি আজহারুল ইসলাম সহ সাবেক সভাপতি ও দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিল।
