সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে পরকীয়া আশক্ত স্ত্রীকে ফেরাতে ব্যর্থ হয়ে এবার নির্যাতনের শিকার হলেন স্বামী আব্দুস সালাম (৪২)।
মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলার ঝটিতলা গ্রাম থেকে স্ত্রীর সহযোগিতায় পরকীয়া প্রেমিক রায়হান হোসেন স্বামী আব্দুস সালামকে বাড়ি থেকে ধরে নিয়ে তার বাড়িতে রেখে রাতভর নির্যাতন চালিয়েছে। বিষয়টি আশেপাশের লোকজন জানতে পেরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে নিয়ে যায়। মারাত্মক অসুস্থ থাকায় তাকে রাতেই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন আব্দুস সালাম জানান, তার স্ত্রী মনিরা খাতুনের সাথে পার্শ্ববর্তী জুটিতলা এলাকার জাকির হোসেনের ছেলে রায়হানের সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম চলে আসছিলো। স্ত্রীকে বুঝিয়েও ব্যর্থ হয় সে। এক পর্যায় মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রী তার পরকীয়া প্রেমিককে তার বাড়িতে ডেকে নিয়ে এসে স্বামীর উপরে নির্যাতন চালায়। পরে তাকে ধরে নিয়ে প্রেমিকের বাড়িতে নিয়ে আটকে আরো কয়েক দফা চালানো হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।
কালিগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান জানান, ভিকটিম আহত থাকায় তাকে রাতেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।