আমার বাংলাদেশ পার্টির জেলা কমিটি পুর্নগঠন

আহবায়ক আলমগীর হুসাইন: সদস্য সচিব সালাউদ্দিন শাকিল

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাতক্ষীরা জেলা কমিটি পুর্নগঠন করা হয়েছে। শুক্রবার ম্যানগ্রোভ সভাঘরে কমিটি পুর্নগঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল।

মো: আলমগীর হুসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান, এবি যুব পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাদীউজ্জামান খোকন, ঝিনাইদহ জেলার আহবায়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো: মতিয়ার রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মনঞ্জুরুল আলম রিপন, পৌর আহবায়ক মো: কামরুজ্জামান লিটন, সদর উপজেলা পার্টির আহবায়ক জি এম সালাউদ্দিন শাকিল, সদরের যুগ্ম আহবায়ক হাকাম নাজমুস সামাদ, দেবহাটা উপজেলার আহবায়ক মো: আজহারুল ইসলাম, শ্যামনগর উপজেলার সমন্বয়ক ইঞ্জিনিয়ার শেখ আবিদ হোসেন, জেলা মহিলা পার্টির আহবায়ক জেসমিন নাহার কমলা, পৌর মহিলা পার্টির আহবায়ক মোছা: তাজিনুর খাতুন উমি।

সভার শুরুতে এবি পার্টির প্রয়াত জেলা আহবায়ক আব্দুল কাদেরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং তার স্মৃতিচারণ করেন পার্টির সদস্যরা।

সভায় পূর্বের জেলা কমিটি ভেঙে দেন সভাপতি। পরে উপস্থিত নেতাকর্মীদের গোপন ভোটের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা কমিটির নতুন নেতৃত্ব নির্বাচন করেন।

নতুন আহবায়ক হিসেবে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন মো: আলমগীর হুসাইন, যুগ্ম আহবায়ক আসিফ মোহাম্মাদুল্লাহ লায়ন, সদস্য সচিব জি এম সালাউদ্দীন শাকিল, যুগ্ম সদস্য সচিব মো: আজহারুল ইসলাম ও ইঞ্জিনিয়ার শেখ আবিদ হোসেন।

উল্লেখ্য গত ২১ জুন আকস্মিকভাবে মারা যান এবি পার্টির জেলা আহবায়ক আব্দুল কাদের। এর থেকেই জেলা পার্টির আহবায়কের পদটি শূন্য হয়ে পড়ে। ফলে জেলা কমিটির কার্যক্রমকে গতিশীল করার জন্য কমিটি পুর্নগঠন জরুরী হয়ে পড়ে। এর প্রেক্ষিতেই কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কমিটি পুর্নগঠন করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *