আ’লীগ সম্পাদকের বিরুদ্ধে দলীয় নেতাদের বিক্ষোভ

ক্রাইমবার্তা রিপোর্ট    নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরনবী চৌধুরীর বিরুদ্ধে দলীয় নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন।

নুরনবী চৌধুরীর বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার সিরাজপুর পিএল একাডেমি হাইস্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে সিরাজপুর ইউনিয়নের বসুরহাট-কবিরহাট সড়কে বিক্ষোভ মিছিল করা হয়।

সিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাস্টার জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিকন, সিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাস্টার আবদুর রহমান, আবু তাহের, আবদুল সফি, সিরাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন খাজা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম, আবদুল ওহাব বাবুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন মওদুদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, তুষার, তুহিনসহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরনবী চৌধুরী দলীয় পদবি ব্যবহার করে একচেটিয়াভাবে নানা ধরনের দুর্নীতি, কাজ না করে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ, বিচারের নামে জামানত নিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ ও প্রতিপক্ষ নিজ দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে নানাভাবে হয়রানি করার অভিযোগ করেন।

Check Also

ফ্যাসিস্ট আ’লীগের দোসর পুলিশ-প্রশাসন ও দালাল সাংবাদিকদের বিচার করতে হবে: যুবদল সভাপতি মুন্না

সাতক্ষীরা প্রতিনিধি: স্বৈরাচার আওয়ামী লীগের দোসর পুলিশ- প্রশাসন ও দালাল সাংবাদিকদের বিভিন্ন পদ থেকে অপসারণ করে বিচারের দাবি জানিয়েছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।  শুক্রবার বিকেলে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুবদল সভাপতি বলেন, যারা শেখ হাসিনার গদি রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে, তারা ফ্যাসিস্ট সরকারের দোসর। তাই তাদেরকে বিভিন্ন পদ থেকে অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন,তারেক রহমানের নামে ওয়ান-ইলেভেনের সরকারও মামলা দিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।