ইসি নিরপেক্ষ না হলে মানুষ প্রত্যাখান করবে- মির্জা ফখরুল

ক্রাইমবার্তা রিপোট: নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিকগুলোর প্রস্তাব প্রতিফলিত না হলে দেশের মানুষ সেটা প্রত্যাখান করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
8
বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরে বাংলা চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পমাল্য অর্পনের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ইতিবাচক রাজনীতি করে। তাই নির্বাচন কমিশন গঠনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৩ দফা প্রস্তাব দিয়েছেন। ওই প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি আলোচনার উদ্যোগ গ্রহণ করেছেন, সেকারণে উনাকে ধন্যবাদ। আমরা প্রত্যাশা করি, রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন।

নিরপেক্ষ সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্ত গণতান্ত্রিক না হলে দেশের জনগণ মানবে না জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির যে সিদ্ধান্ত নিবে তা প্রত্যাশিত না হলে জনগণ মানবে না। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে রাজপথে আন্দোলনে নামবে দেশের জনগণ।

রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে সংলাপ-আলোচনা সম্পর্কে রাষ্ট্রপতির আহ্বনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দেশের রাজনৈতিক সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও আলোচনা ছাড়া গণতন্ত্র কখনোই ফলপ্রসু হবে না। আমরা অনেক আগেই সংলাপ-আলোচনা কথা বলে আসছি। রাষ্ট্রপতি আমাদের কথাই বলেছেন।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ ১৯৭৫ সালের পর একদলীয় শাসন ব্যবস্থাকে প্রত্যাখান করেছে। কিন্তু আবারও ভিন্ন পন্থায় নতুনভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ মানুষের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার ও সভা-সমাবেশ করার অধিকার হরণ করে বাকশাল পতিষ্ঠিত করতে চায়।

মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে দেশের মানুষকে সাথে নিয়ে গণতন্ত্রকে পুণঃপ্রতিষ্ঠা করে দেশের জনগণের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে দিব। আজ আমরা এই শপথ নিতেই এখানে এসেছি।

Check Also

’৭২-র সংবিধান বাতিলসহ ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে অবৈধ ঘোষণা করার দাবী

রাষ্ট্রপতির পদত্যাগ, ’৭২-র সংবিধান বাতিল, বিগত তিনটি সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা, ছাত্রলীগ নিষিদ্ধসহ মোট পাঁচ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।