কালিগঞ্জে হাজী তফিলউদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত

 কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ; সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার খারহাট এলাকায় (৪ মে) শুক্রবার ভোরে থানা পুলিশ অভিযান চালিয়ে ১১ কেজি ১ শ গ্রাম রুপা সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে। আটককৃত মোঃ ছালেক গাজী (৩২) ভাড়াশিমলা ইউনিয়নের খারহাট গ্রামের আব্দুল জব্বার গাজীর পুত্র। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রাজিব হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকীর নেতৃত্বে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজিব হাসান, এস আই নূর ইসলাম, এ এস আই আবু জাফর, এ এস আই মিজানুর রহমান সহ সঙ্গীয় পুলিশ ফোর্স শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে খারহাট সাইক্লোন সেন্টারের পাশ থেকে চোরাচালানের সাথে জড়িত মো ছালেক গাজীকে গ্রেফতার সহ তার কাছ থেকে একটি প্যাকেটে ভারতীয় ১১ কেজি ১ গ্রাম রুপার গোলার চেইন উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী ছালেক রুপার প্যাকেট নিয়ে পালাতে গিয়ে পাশ^বর্তি মৎস্য ঘেরে পড়ে পায়ে মারাত্বক আঘাত লাগে। তাকে চিকিৎসার জন্য কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃত রুপার চেইন যার আনুমানিক মূল্য সাড়ে ৭ লক্ষ টাকা। শুক্রবার বেলা ১২ টায় কালিগঞ্জ থানায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুম, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দীকি, ওসি মোহাম্মদ রাজিব হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু সহ অন্যান্য সাংবাদিকদের সামনে উদ্ধারকৃত রুপার প্যাকেট কেটে স্থানীয় স্বর্ণকারদের সহযোগীতায় মাপযোগ করে জব্দ করা হয়। এ ঘটনায় কালিগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।
কালিগঞ্জে হাজী তফিলউদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত। হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি। কালিগঞ্জ উপজেলা সদরের হাজী তফিলউদ্দীন মহিলা দাখিল মাদ্রাসায় শনিবার ( ০৫ মে) বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে ম্যানেজিং কমিটির সভা। মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যুতসাহী সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে এবং সুপার মাও ঃ রমিজউদ্দীনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আসাদুজ্জামান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, অভিভাবক সদস্য রহমত আলী, শিক্ষক প্রতিনিধি সালমা পারভীন, শিক্ষক মাওলানা ফারুক হোসেন, মাওলানা জয়নাল হোসেন, শিক্ষক খান কামরুল ইসলাম প্রমুখ। সভায় নতুন ম্যানেজিং কমিটি গঠন, মাদ্রাসার সাইকেল গ্যারেজ নির্মান, মাদ্রাসার পুকুর ইজারা প্রদান সহ গ্ররুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।এ সময় প্রতিষ্ঠাতা সহ প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

 

Check Also

কলারোয়ায় সদ্য মালয়েশিয়া ফেরত যুবকের লাশ উদ্ধার

 সদ্য মালয়েশিয়া থেকে দেশে ফিরে লাশ হলো কলারোয়ার এক যুবক। একটি আম বাগান থেকে তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।