গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। আহত কয়েকজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় থাকা কয়েকজনকে ফরিদপুরে পাঠানো হয়েছে।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুরের দিকে যাচ্ছিল সেবা গ্রিনলাইন পরিবহনের একটি বাস। পথে কাশিয়ানীর বরাসুর এলাকায় বিপরীত দিক থেকে আসা সিমেন্টভর্তি একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ ছয়জন নিহত হয়। কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাকারিয়া জানান, দুর্ঘটনায় বাস ও ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এখনো যান চলাচল বন্ধ রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, দুর্ঘটনা কবলিত এলাকায় উদ্ধারকাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা।

Check Also

খুলনার পাইকগাছায় মসজিদে দানের ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষ, নিহত ১

খুলনার পাইকগাছায় মসজিদে দানের ছাগল বিক্রি করা নিয়ে সংঘর্ষে ফজর গাজী নামের এক বৃদ্ধ নিহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।