চট্টগ্রামে কনটেইনার চাপায় ৩ যাত্রী নিহত

চট্টগ্রামের বন্দর থানার নিমতলা বিশ্বরোড এলাকায় লরির কনটেইনার চাপায় একটি সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। আজ রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি মঈনুল হাসান বলেন, ফায়ার সার্ভিস উদ্ধার কাজে অংশ নিয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে। তিনি আরও জানান, নিমতলা বিশ্বরোড এলাকায় সড়কে সিএনজি অটোরিকশা ও বন্দরের কনটেইনারবাহি লরিটি পাশাপাশি চলছিল। বৃষ্টির কারণে সড়কের গর্তে পড়ে লরির কনটেইনার উল্টে সিএনজি অটোরিকশার উপর পড়ে। এতে ২ যাত্রী এবং চালক চাপা পড়ে মারা যান। ফায়ার সার্ভিস আগ্রাবাদ ষ্টেশনে ডিউটি অফিসার রুপম বড়ুয়া জানান, নীমতলা বিশ্বরোড় এলাকায় কনটেইনারবাহি লরির নীচে চাপা পড়া সিএনজি অটোরিকশাটি উদ্ধারে ফায়ার সার্ভিসের ৭টি গাড়ি অংশ নিয়েছে। এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পেয়েছি। উদ্ধার কাজ চলছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।

Check Also

খুলনার পাইকগাছায় মসজিদে দানের ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষ, নিহত ১

খুলনার পাইকগাছায় মসজিদে দানের ছাগল বিক্রি করা নিয়ে সংঘর্ষে ফজর গাজী নামের এক বৃদ্ধ নিহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।