নাটোরে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য রানা আটক

নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম সদস্য রানা আহম্মেদ নামের একজনকে আটক করেছে র‌্যাব-৫ এর নাটোর ইউনিট সদস্যরা। জানাযায়, আটককৃত রানাকে সোমবার রাত সাড়ে ৯টার সময় গুরুদাসপুর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে মামলা দিয়েছেন। ওই দিন সন্ধ্যার দিকে তাকে উপজেলার চাপিলা ইউনিয়নের খামার পাথুরিয়া তার নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে। রানাকে এসএসসি পরীক্ষার ফলাফল পরিবর্তন করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিকাশের মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগে আটক করা হয়েছে। ওই সময় তার কাছে থাকা একটি ল্যাপটপ ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। রানা আহম্মেদ খামার পাথুরিয়া গ্রামের মেহের আলীর ছেলে। র‌্যাব নাটোর ইউনিটের দায়িত্বে নিয়োজিত শিবলী মোস্তপা জানান, রানা দীর্ঘ দিন ধরে ফলাফল পরিবর্তনের প্রলোভন দেখিয়ে বিকাশের মাধ্যমে জালিয়াতি করে আসছে। এধরনের কাজের সম্পৃক্ততার কারনে তাকে আটক করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Check Also

খুলনার পাইকগাছায় মসজিদে দানের ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষ, নিহত ১

খুলনার পাইকগাছায় মসজিদে দানের ছাগল বিক্রি করা নিয়ে সংঘর্ষে ফজর গাজী নামের এক বৃদ্ধ নিহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।