লিটন হত্যায় সাবেক এমপি কাদের গ্রেফতার

ক্রাইমবার্তা রিপোট:গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে জাতীয় পার্টির নেতা সাবেক এমপি অবসরপ্রাপ্ত লে. কর্নেল ডা. কাদের খানকে গ্রেফতার করেছে গাইবান্ধা জেলা পুলিশ।

পাশের জেলা বগুড়ার রহমাননগর এলাকায় বাসা কাম গরীব শাহ ক্লিনিক থেকে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে গাইাবান্ধায় নিয়ে যায় পুলিশ।
এর বগুড়ায় কাদের খানের মালিকানাধীন পত্রিকা দৈনিক উত্তরের খবরের সম্পাদক আবদুস সালাম বাবু জানিয়েছেন, স্যারকে গ্রেফতার করার সময় কারণ জানতে চেয়েছিলাম। কিন্তু তারা আমাকে কোনো কিছুই বলেননি। আমি মনে করি, স্যারকে হয়রানি করার উদ্দেশ্য নিয়ে পুলিশ নিয়ে গেছে।

এর আগে গত চার দিন ওই বাসাতেই নজরদারিতে ছিলেন কাদের খান।
রংপুর অঞ্চলের ডিআই খন্দকার গোলাম ফারুখ বলেন, লিটন হত্যা মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। গাইবান্ধা পুলিশের একটি দল বগুড়া পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধার শাহাবাজ গ্রামে নিজ বাড়িতে এমপি লিটনের ওপর গুলি চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা। আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

 

Check Also

শ্যামনগরে বাহিনী প্রধান যুবলীগ নেতা সাইফুল্লাহ গ্রেপ্তার

শ্যামনগর  প্রতিনিধিঃসাতক্ষীরার শ্যামনগরের দুর্ধর্ষ্য সন্ত্রাসী ও সীমান্ত এলাকার আতংক সাঈফুল্লাহ-কাশেম বাহিনী প্রধান সরদার সাইফুল্লাহ আল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।