শ্যামনগরে সুপেয় পানির সংকট

হুসাইন বিন আফতাব,শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, অপরিকল্পিত চিংড়ি চাষ, বেড়িবাঁধ ভাঙন, সুপেয় পানির সংকটের কারণ সমূহ চিহ্নিত করেন।পাশাপাশি সংকট উত্তরণে সরকারি পুকুরের ইজারা বাতিল করে জনসাধারণের জন্য উন্মুক্ত করণ,পানি বাণিজ্যিকীকরণ বন্ধ, বৃষ্টির পানি সংরক্ষণের জন্য জলাধার খননসহ সরকারি সেবার আওতায় সুপেয় পানির অধিকার নিশ্চিত করণের দাবী জানান। শনিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের হলরুমে শরুব ইয়ুথ টিমের আয়োজনে এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট নিরসন ও সরকারি সেবার আওতায় সুপেয় পানি নিশ্চিতকরণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শরুবের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম, এবং সঞ্চালনা করেন পরিবেশকর্মী মমিনূর রহমান।
সভায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, সাংবাদিক আবু সাঈদ,সাংবাদিক রনজিৎ বর্মন, আনিসুজ্জামান সুমন, এস এম মিজানুর রহমান, আলমগীর হায়দার, হুসাইন বিন আফতাব, এস এম সাহেব আলী, আশিকুর রহমান এবং সাংবাদিক আব্দুস সালাম উপস্থিত ছিলেন

Check Also

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতবিরোধী আন্দোলন হবে: সাতক্ষীরায় রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, গণহত্যার দায়ে শেখ হাসিনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।