সাতক্ষীরা সদরে মুক্তিযোদ্ধা পরিবার হামলার শিকার

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরাঃসাতক্ষীরার মুক্তিযোদ্ধা ও শিক্ষকের ছেলে পরিবেশ রক্ষা কমিটির নেতা রাউফুজ্জামান কে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম ও হাত ভেংগে দেয় মাদক মামলার আসামীরা।
সাতক্ষীরা সদরপৌরসভার মুনজিতপুর গ্রামের ফারুক, মুজিবর, মনোয়ার , আজিবর, দীশা, মেঘা, রহিমা, তানজিলা , খালেদা, এবং দক্ষিণ কামালনগর গ্রামের ইউসুফ সুলতান মিলন (বাপ্পী) সহ আরোও কয়েক জন ২ মে বেলা আড়াই টার সময় মুনজিতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা , সাবেক শিক্ষক , মরহুম আব্দুল মাজেদের বাড়ীতে প্রবেশ করেন, ‘ ল ‘ কলেজের ছাত্র ,পরিবেশ রক্ষা কমিটির নেতা,সাংবাদিক রাউফুজ্জামান কে হত্যার জন্য কপালে জখমও করে,রাশেদুজ্জামানের পা হাটু এবং নাকের হাড় ভেংগে দিয়েছে এবং চোখের নীচে জখম করে। যার কারনে জখমী রাশেদুজ্জামান নিশ্বাস নিতে পারছেনা, চোখে দৃষ্টিশক্তির সমস্যা হচ্ছে । তার ভাবী অন্তসওা শারমিন সুলতানার তলপেটে লাথি মারেন। চার লাখ দশ হাজার টাকা চুরি করে নিয়ে যায় এবং এক লাখ টাকার ক্ষতি সাধন করে। জখমী রাউফুজ্জামান , রাশেদুজ্জামান, রাজু আহমেদ ও শারমিন সুলতানা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি । এই আসামী দের মধ্যে কয়েক জনের বিরুদ্ধে মাদক মামলা কোটে চলমান আছে । এই ঘটনায় জখমী রাউফুজ্জামান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় ৫ তারিখ মামলা করেন। মামলা নং – ৯ । বর্তমানে আসামীদের হুমকী ও ভয়ভীতি তে জখমী রাউফুজ্জামান সহ তার ভাই ও পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী পরিবারটি সাতক্ষীরা পুলিশ সুপারে সুদৃষ্টি কামনা করেছেন।

Check Also

শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উদযাপন ও ২য় টাকিতে প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে মতবিনিময় সভা

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা): শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন, বিসর্জন ও ২য় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।